সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র
অবয়ব
সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলি; (রুশ: республики бывшего СССР), হল ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর, সোভিয়েত ইউনিয়ন থেকে নির্গত ১৫টি স্বাধীন রাষ্ট্র। ফলে রাশিয়া আন্তর্জাতিকভাবে সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী রাষ্ট্র হিসেবে স্বীকৃত হল।
১১ই মার্চ ১৯৯০ সালে লিথুয়ানিয়া প্রথম নিজের স্বাধীনতা ঘোষণা করে, সঙ্গে ইস্তোনিয়া ও লাতভিয়াও ১৯৯১ সালের আগস্ট মাসে নিজের স্বাধীনতা ঘোষণা করে।[১] অবশিষ্ট ১২টি প্রজাতন্ত্রগুলিও পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়নের পতনে, ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে ফলে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ভেঙে নির্গত ও প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে প্রায় ১২টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এখন স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রমণ্ডলের সদস্য।[২]
১৫টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র
[সম্পাদনা]
|
|
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বিশ বছর আগে সোভিয়েত ইউনিয়নের অন্ত ঘটে
- ↑ "Сведения о ратификации документов, принятых в рамках СНГ в 1991 - 2014 годах"। সংগ্রহের তারিখ ২০১৪-১০-১০।